ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২২ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে ভূমি সেবা সপ্তহের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়রম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা কৃষি অফিসার মোছাঃ রুম্মান আক্তার, সাব-রেজিস্টার অশোক কুমার বসাক, সহকরী সেটেলমেন্ট অফিসার
বেতদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধক্ষ্য শাহ আব্দুল কুদ্দুস, কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন, দৌলতপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামসহ ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী ও গনমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন।