ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে আনুষ্ঠানিকভাবে মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
সোমবার (৬ নভেম্বর) দুপুর ১২ টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ধারে হেলিপ্যাড সংলগ্ন পেট্রোল পাম্পে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন ও পৌরসভার মেয়র মোঃ মাহমুদ আলম লিটন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ তমাল, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল, কাজীহাল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মানিক রতন, বেতদিঘী ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোঃ আব্দুল কুদ্দুস, শিবনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মামুনুর রহমান চৌধুরী বিপ্লব, আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মি, সাংবাদিকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ধারে এবং হেলিপ্যাড সংলগ্ন স্থানে ৪৫ শতাংশ জায়গায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হবে। জানা গেছে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এবং গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে এই মসজিদ নির্মাণ করা হচ্ছে। মসজিদ নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় 15 কোটি টাকা। গত ০৭/০৫/২০২৩ ইং তারিখে আলহাজ্ব মিলন সরকারের পুত্র দানশীল ইঞ্জিনিয়ার মোহাম্মদ কারমান আলী সরকারের পরিবারবর্গ দানপত্র দলিলের মাধ্যম সজিদের জন্য ৪৫ শতাংশ জমি দেন এবং প্রধান অতিথিকে দলিলও হস্তান্তর করেন।
নির্মিত মডেল মসজিদে একসঙ্গে সহস্রাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারবেন এবং নারীদের জন্য আলাদা ওজু ও নামাজ পড়ার ব্যবস্থাও রয়েছে। থাকছে ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, লাইব্রেরি, হজ্জযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ সেন্টার, ইসলামি গবেষণা ও দাওয়া কার্যক্রম, হেফজখানা, শিশু ও গণশিক্ষা কার্যক্রম, অতিথিশালা, পবিত্র কুরআন হেফজ, মৃত ব্যক্তির গোসলের ব্যবস্থা ইত্যাদি।
এছাড়াও এসব মডেল মসজিদে ইমাম-মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসের ব্যবস্থা এবং গাড়ি পার্কিংয়ের সুবিধা রাখা হয়েছে।