মোহাম্মদ আজগার আলী,
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে ছোট যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে হাসু (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার শিবনগর ইউনিয়নের ঘাটপাড়া, রাজারামপুর গ্রামের আইনুল ইসলামরে পুত্র।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় স্থানীয় ৫ থেকে ৭ জন সমবয়সী শিশু এক সাথে বাড়ীর পাশে থাকা সুইচ গেটের দক্ষিন দিকের ঘাটে গোসল করতে নামলে এই দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু হাসুকে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষান করেন। এদিকে শিশুর এমন মর্মান্তিক দুর্ঘটনায় পরিবারে আহাজারি এবং স্থানীয়এলাকায় শোকের ছায়া নেমে আসে।