
মোঃ শরিফুল ইসলাম রাজু
ষ্টাফ রিপোর্টার, ফেনী
ফেনীর ফুলগাজীতে ছিনতাইয়ের সময় স্থানীয়দের হাতে ধরা পড়েছে দুই রোহিঙ্গা যুবক। তাদেরকে পুনরায় রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) রাতে ফেনীর ফুলগাজীতে এ ঘটনা ঘটেছে।
তারা হলেন, উখিয়া কুতুপালং ফোর স্টেশনের এফ ব্লকের ২৩৮ নম্বর বাসার করিম উল্লাহর ছেলে আবদুল আমিন (২৮) ও টেকনাফ নয়াপাড়া মাছুনী ক্যাম্পের এস ফোর বাসার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মনির উল্লাহ (২৮)।
ফুলগাজী থানার ওসি আবুল হাসিম জানান, রোববার বিকেলে উপজেলার আমজাদ হাট ইউনিয়নে মোবাইল ফোন ছিনতাইয়ের সময় তাদের আটক করা হয়। তারা সপ্তাহখানেক আগে কাজের সন্ধানে রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে ফুলগাজী এলাকায় আসেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদেরকে পুনরায় রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, অপরিচিত এই দুই যুবককে হাটবাজারে ঘোরাফেরা করতে দেখা যায়। কথাবার্তা শুনে সন্দেহ হলে স্থানীয়রা তাদের গতিবিধি নজরে রাখেন। একপর্যায়ে মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টা করলে দুইজনকেই আটক করেন স্থানীয়রা।