
মোঃ শরিফুল ইসলাম রাজু, ষ্টাফ রিপোর্টার, ফেনীঃ ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজির উদ্যোগে মহিলা বাস সার্ভিস চালু করা হয়েছে।
রোববার (৩০ জুলাই) সাড়ে ১১টায় ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে বাসগুলোর উদ্বোধন করেন।
ফেনীতে মহিলা বাস সার্ভিস চালু
ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, ফেনী জেলায় লক্ষাধিক মানুষ প্রবাসে থাকে। তাদের স্ত্রী ও কন্যাদের নিয়মিত শহরে এসে বাজার সদাই করতে হয়। পাবলিক পরিবহনে তারা নিয়মিত শহরের বিভিন্ন স্কুল কলেজে যাতায়াত করেন।
তিনি আরও জানান, শহরে চলমান গ্রিন টাউন সার্ভিসে সব সময় যাত্রীদের গাদাগাদির কারণে নারী যাত্রীরা বিব্রত হয়ে থাকতেন। তাই নারীদের স্বাচ্ছন্দের জন্য প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে ফেনী পৌর সভায় বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।