
মোঃ শরিফুল ইসলাম রাজু
ষ্টাফ রিপোর্টার, ফেনী
ফেনীর রেলওয়ে স্টেশন এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে বখাটে ও ছিনতাইকারীর প্রধান মোঃ আব্দুর রহমান অপু ও তার ২ সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব-৭, চট্টগ্রাম বিশেষ সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ফেনী রেলস্টেশনে ছিনতাইয়ের প্রস্তুতি গ্রহণ করছে। উক্ত তথ্যের ভিত্তিতে সোমবার (২৩ অক্টোবর) রাতে রেলস্টেশনে অভিযান পরিচালনা করে বখাটে ও ছিনতাইকারীর প্রধান ১। মোঃ আব্দুর রহমান অপু (১৮), পিতা- মোঃ সুলতান, সাং-সিংগাপাড়া, থানা- ভুরুঙ্গামারী, জেলা-কুড়িগ্রাম তার সহযোগী ২। কামরুল হাসান সজিব (১৮), পিতা- মিজানুর রহমান, সাং- মুন্সীরহাট, থানা- ফুলগাজী, জেলা-ফেনী এবং ৩। মোর্শেদ আলম সাইমু (১৮), পিতা- আনোয়ার হোসেন বাবলু, সাং-কদলগাজী রোড়,পৌরসভা ফেনী, তাদেরকে আটক করতে সক্ষম হয়।
আসামিদের দেহ তল্লাশী করে ১ টি ধারালো স্টীলের ফোল্ডিং চাকু ও ১টি ধারালো চাপাতি উদ্ধার করা হয়। বখাটে ও ছিনতাইকারীর আসামিগণ ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ফেনী রেলস্টেশনে একত্রিত হয়েছিল।
বখাটে ও ছিনতাইকারী আসামীরা ছিনতাই, চাঁদাবাজী ও বিভিন্ন অপকর্মে জড়িত। এই বখাটে ও ছিনতাইকারী আসামীরা মাদক সেবন করে তারা সাধারণ মানুষসহ দৈনন্দিন চলাচলরত বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের দেশীয় অস্ত্রের মুখে ভীতি প্রদর্শন এর মাধ্যমে মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ টাকা ছিনতাই করে বলে অকপটে স্বীকার করে।
গ্রেফতারকৃত বখাটে ও ছিনতাইকারী আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।