
মোঃ শরিফুল ইসলাম রাজু, ষ্টাফ রিপোর্টার, ফেনী: মঙ্গলবার ফেনী জেলার পুলিশ সুপার জাকির হাসানের দিক-নির্দেশনায় ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দিন এর নেতৃত্বে অত্র থানায় কর্মরত অফিসার ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে ভিবিন্ন মেয়াদে সাজা ও ওয়ারেন্টভূক্ত ৮ আসামী গ্রেফতার করেছে।
পারিবারিক মামলা নং-৮৩/১১ এর সজাপ্রাপ্ত আসামী নুর নবী, পিতা-আব্দুর রউপ, সাং-লক্ষীপুর, সিআর-৬০৯/২৩ এর আসামী আমির হোসেন, পিতা-রেজু মিয়া, সাং-ধর্মপুর,
সিআর-৭১৮/২২ এর আসামী নুর মোহাম্মদ, পিতা-ছিাদ্দিক আহাম্মদ, সাং-পশ্চিম ছনুয়া, নারী ও শিশু মামলা নং-৩৩২/১৭ এর আসামী নাজিম উদ্দীন, পিতা-সেকান্তর মিয়া, সাং-মালিপুর
এফসিআর-৮৫৮/২২ এর আসামী নুর আহাম্মদ, পিতা-আব্দুর রশিদ, সাং-গজারিয়াকান্দি, সিআর-৮২৪/২৩ এর আসামী জাহিদুল হাসান পারভেজ, পুতা-হুমায়ুন কবির, সাং-ফাজিলপুর,
জিআর-২২২/১৪ এর আসামী আজাদ মিয়া, পিতা-মনু মিয়া, সাং-ধর্মপুর, সর্ব থানা ও জেলা-ফেনীদেরকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।