
ফেনী প্রতিনিধি: ফেনীতে র্যাবের বিশেষ অভিযানে ফেনীর দাগনভূঁইয়ার সিলোনিয়া এলাকা থেকে ৪হাজা ১২০ পিস ইয়াবা সহ এক মাদক কারবারিকে আটক করে র্যাব-৭ সদস্যরা।
ফেনীর দাগনভূঁইয়ার সিলোনিয়া বাজারের ইসমাইল টাওয়ারের সামনে আজ রাত ৮ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জাকির আহমেদ নামের এক মাদক কারবারিকে ৪হাজার ১২০ পিস ইয়াবা সহ আটক করা হয়।সে কক্সবাজারের টেকনাফ উপজেলা ছোট হাবিরপাড়া এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য (ইয়াবা) ১২ লক্ষ ৩০ হাজার টাকা।
র্যাব ৭ এর স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, উদ্ধারকৃত মাদকসহ আসামীকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এবিষয়ে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।