মোঃ শরিফুল ইসলাম রাজু
ফেনী জেলা প্রতিনিধি
ফেনী শহরের ইসলামপুর রোডের মাথায় অবরোধকারীরা একটি সিএনজি চালিত অটোরিকশায় অগ্নিসংযোগ করেছে।
শনিবার (৪ নভেম্বর) শহরের ইসলামপুর রোডে অবরোধকারীদের সমর্থনে একটি ঝটিকা মিছিল থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানান স্থানীয়রা।
ফেনী মডেল থানার ওসি শহিদুল ইসলাম চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি জানার পর তাৎক্ষণিকভাবে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। বিষয়টি তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।