
ফেনী প্রতিনিধি: ফেনীতে ১৩ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে র্যাব ৭ রোববার (২৩ জুলাই) দুপুরে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের মহিপাল ফ্লাইওভার ব্রীজের নিচে গাড়িতে উঠার জন্য অপেক্ষা করা অবস্থায় মোঃ ইসমাইল (২৯) নামক মাদক কারবারিকে দুটি স্কুল ব্যাগ সহ আটক করা হয়।সে কক্সবাজারের চকরিয়া উপজেলার ইসলাম পুর গ্রামের মৃত ইমাম মিয়ার ছেলে।
র্যাব-৭, ফেনী ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে কতিপয় মাদক কারবারি ঢাকা-চট্টগ্রামগামী মহাসড়কের ফেনীর মহিপাল ফ্রাইওভার সংলগ্ন বাস স্ট্রান্ডে গাড়িতে ওঠার জন্য অপেক্ষা করছে। র্যাবের একটি দল অভিযান পরিচালনা করে দুইটি স্কুল ব্যাগ সহ তাকে আটক করে পরে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে সঙ্গে থাকা দুইটি ব্যাগের ভেতর থেকে ১৩ কেজি গাঁজা উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃত ইসমাইল জানান, সে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে চট্টগ্রাম, কক্সবাজারসহ আশপাশের জেলার বিভিন্ন মাদক কারবারি ও সেবনকারীদের কাছে বিক্রি করে আসছে।
ফেনীস্থ র্যাবের কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আটককৃত ব্যাক্তি ও উদ্ধারকৃত গাঁজা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তরের করা হবে।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন