মোঃ শরিফুল ইসলাম রাজু
ষ্টাফ রিপোর্টার, ফেনী: ফেনী জেলার ফাজিলপুরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকায় অভিযান চালিয়ে ২১ কেজি গাঁজা ও ২০০ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করেছে র্যাব-৭ এর সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে ১ (সেপ্টেম্বর) ফেনীর ফাজিলপুর এলাকায় মহাসড়কের উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে এসময় বাসের জন্য অপেক্ষাকৃত সন্দেহভাজন একজনকে তল্লাশি করে তার সাথে থাকা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ২১ কেজি গাঁজা ও ২০০ বোতল ফেনসিডিল
উদ্ধার করে র্যাব। আটককৃত ব্যাক্তির নাম হৃদয় মালাকার প্রকাশ কৃষ্ণ (১৯) সে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন ঘোপাল মালাকারের পুত্র।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী স্বীকার করে জানান, দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য (গাঁজা ও ফেনসিডিল) ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে পরবর্তীতে ফেনী,নোয়াখালী, চট্রগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট বিক্রয় করে আসছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ৬ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মো:শহিদুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.