মহিউদ্দিন মহি, ফেনী প্রতিনিধি: ফেনী থেকে প্রকাশিত ও বহুল প্রচারিত সাপ্তাহিক ফেনী'র স্বাস্থ্যকথা পত্রিকার প্রতিনিধি সভা আজকে ১৫ ই জানুয়ারি রোববার সন্ধ্যা ৭ টায় ফেনী শহরের ফাইভ স্টার রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে পত্রিকার সম্পাদক আলহাজ্ব কাজী নজির আহমদ এর সভাপতিত্বে ও বিশেষ প্রতিনিধি রাজীব মাসুদ এর সন্ঞালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা তথ্য অফিসার এস এম আল আমীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাফর সেলিম। আলকেমি হাসপাতাল এর সাবেক ভাইস-চেয়ারম্যান জি এম মজুমদার।
এসময় উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি সাংবাদিক শেহাব উদ্দিন লিটন, রিপোর্টার্স ইউনিটির প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন গনি, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সদস্য মহিউদ্দিন মহি, রিপোর্টার্স ইউনিটির সদস্য সজিব দেবনাথ প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ফেনীর সাস্থ্যকথা পত্রিকার নির্বাহী সম্পাদক কাজী মনির আহমদ, বার্তা সম্পাদক রুবেল ও পত্রিকার প্রতিনিধি প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং অনুষ্ঠান শেষে অতিথি বৃন্দ পত্রিকাটির নতুন বছরের ক্যালেন্ডার উন্মোচন করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.