দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনের বিজয়ী কমিটির মতবনিময় ও সাধারণ সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় দিনাজপুর বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কার্যালয়ের সামনে শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন শ্রমিক কর্মচারী ইউনিয়নের প্রচার সম্পাদক মোঃ জুয়েল মন্ডল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহাজালাল, সমাজকল্যান সম্পাদক মোঃ মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফরহাদ হোসেন লিটন, সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান, সহ-সভাপতি মোঃ আলমীগর হোসেন, সহ সাধারণ সম্পাদক আনিছুর রহমান, অর্থ সম্পাদক মোঃ আব্দুর রউফ, দপ্তর সম্পাদক সামিউল ইসলাম, কর্যনির্বাহী সদস্য মোঃ সাহেব আলী দুখু, কার্যনির্বাহী সদস্য মোঃ রজব আলী, সিনিয়র সহ সভাপতি মোঃ সহিবুল ইসলাম বাবু সহ সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ জাকির হোসেন শ্রমিকদের উদ্দেশ্য বলেন, আগামীতে শ্রমিকদের রুটি রুজির অধিকার ও শ্রমিকদের নিজেস্ব জায়গায় ভবন নির্মাণ করা হবে। আপনাদের সহযোগীতায় আগামীতে শ্রমিকদের সকল অধিকার আদায়ের ব্যবস্থা করা হবে। এ জন্য আমাকে সহযোগীত করবেন। মতবিনিময় ও সাধারণ সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান। এসময় প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।