
ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লার বরুড়ায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ও সার্বজনীন টেনশন স্কিমের নিবন্ধন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৬ মে বিকেল চারটায় বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে কুমিল্লা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এর জেলা কমান্ডেন্ট মোঃ শাহীদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা রেঞ্জ এর পরিচালক ও রেঞ্জ কমান্ডার আশীষ কুমার ভট্টাচার্য বিভিএমএস, বিশেষ অতিথি ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নু-এমং মারমা মং, বরুড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ওসমান গনি, এ সময় বক্তব্য রাখেন বরুড়া উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিসার নাসিমা আক্তার, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক ওমর ফারুক, এ সময় উপস্থিত ছিলেন প্রশিক্ষিকা লুবনাতুস সাদিয়া, সহ বরুড়া উপজেলা আনসার ও ভিডিপির পিসি এপিসি সহ আনসার সদস্যরা। এ সময় অতিথিরা আসন্ন বরুড়া উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য নিরপেক্ষভাবে ভোটগ্রহণে আনসার সদস্যসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন এবং সার্বজনীন পেনশন স্কিমের নিবন্ধনের জন্য সকলকে অবহিত করা হয়। এদিন বরুড়া উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আনসার ও ভিডিপির পিসি, এপিসি, ও সাধারণ সদস্যদের বাছাই করা হয়।