মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লার বরুড়া উপজেলায় মরহুম আবু তাহের ফাউন্ডেশন এর উদ্যেগে ৪ নভেম্বর ২৩ ইং আমড়াতলী সি আলী উচ্চ বিদ্যালয় মাঠে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও ফলজ গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছ।
বরুড়া সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক মোঃ আবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের সড়ক ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনিন্দ্র কিশোর মজুমদার।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগে কর্মরত ডঃ আজমল হোসেন ভুইয়া। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, নায়েম এর পরিচালক মোঃ আবু তাহের, লালমাই ডিগ্রি কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ জহরাল দত্ত, আমড়াতলী সি আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ শাহআলম বাবুল, জিয়াউল কাউসার, সমাজ সেবক জয়নাল আবেদীন, মরহুম আবু তাহের ফাইন্ডেশনের চেয়ারম্যান মোঃ আবু সায়েম, আমড়াতলী সি আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ চন্দ্র ঘোষ, আমড়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোলেমান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমড়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ শাহাদাৎ হোসেন ভুইয়া, জামসেদ হায়দার রনি।
চতুর্থ, পঞ্চম, ৮ম ও দশম শ্রেণির ১৩ শ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে। এর মাঝে ৩ শ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে হাই স্কুল পর্যায়ে ট্যালেন্টপুল ৩০ জন কে ২ হাজার ৫ শ টাকা, সাধারণ গ্রেডে ৪০ জন কে ২ হাজার টাকা, স্কুল কোটা পর্যায়ে ৫০ জন কে ১ হাজার ৫ শ টাকা করে, প্রাথমিক বিদ্যালয়ের ট্যালেন্টপুল ৪০ জন কে ২ হাজার টাকা, সাধারণ গ্রেডে ৬০ জন কে ১ হাজার ৫ শ টাকা ও কোটা পর্যায়ে ৮০ জন কে ১ হাজার টাকা করে মোট ৩ শ জন কে নগদ ৪ লক্ষ ৮০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠান ১৪ শ আমের ফলজ চারা আমড়াতলী সি আলী উচ্চ বিদ্যালয় ও আমড়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে মুনাজাত পরিচালনা করেন আমড়াতলী সি আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মোঃ আবদুল হান্নান।
প্রাণবন্ত এ অনুষ্ঠানে অনেক লোকজনের সমাঘম ঘটে।