
স্টাফ রিপোর্টার: কুমিল্লার বরুড়া উপজেলার পায়ালগাছা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার (সদস্য) ফারুক হোসেনের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে তদন্তে নেমেছে উপজেলা প্রশাসন।
বুধবার সকালে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান ওই ইউপি সদস্যের বিরুদ্ধে স্থানীয়দের দেয়া অভিযোগ তদন্তে সরেজমিনে গিয়েছেন।
এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, জেলা পরিষদ থেকে সূদ্রা গ্রামের মক্তব মাদ্রাসা মসজিদের নামে একটি পুকুরে ঘাটলা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ইউপি সদস্য ফারুক হোসেন নিজের স্বার্থে সেই ঘাটলা তার ঘরের সামনে নির্মাণ করেন। ওই ঘাটলা নির্মাণে তিনি পরিত্যক্ত স্কুলের ইট, রড ও বিভিন্ন উপকরণ এবং আশেপাশের এলাকা থেকে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করেন। এছাড়াও তার বিরুদ্ধে অতিরিক্ত টাকার বিনিময়ে নকল জন্ম নিবন্ধন, বাল্যবিবাহে সহযোগীতা, অর্থের বিনিময়ে বিজিএফ, বিজিডি, বয়স্ক ভাতা, টিসিবির কার্ড ও কৃষি উপকরন বিতরণের নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেন স্থানীয়রা। জানা গেছে, তার বাবা একজন প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক হয়েও বয়স্ক ভাতা পায়।
অভিযুক্ত ইউপি সদস্য ফারুক হোসেন তার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। তবে তদন্ত কর্মকর্তা ও সাংবাদিকরা সরেজমিনে গিয়ে তার বাড়িতে বিজিএফ এর চাউল ও বিএডিসির সার পাওয়া যায়। এছাড়া তার একটি ঘর চার্জ করলে তিনি সেই ঘরে প্রবেশ করতে তদন্ত কর্মকর্তা ও সাংবাদিকদের বাধা দেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা আফরিন মোস্তফা বলেন, তদন্ত রিপোর্ট পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভিডিও লিংক: https://fb.watch/mkom-4mddT/?mibextid=Nif5oz