
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া: কুমিল্লার বরুড়ার শিলমুড়ি দক্ষিণ ইউনিয়ন জয়াগ গ্রামের হোসাইন (১) নামের এক ছেলে শিশুর গলায় লিচু বীচি আটকিয়ে মৃত্যু বরণ করেছেন।
জানা যায়, ১৩ মে ২৩ ইং সকালে একটি লীচু বীচি সহ হোসাইনের মুখে দেয় তাঁর পরিবার। এতে হোসাইন গিলে ফেললে গলায় আটকিয়ে তার মৃত্যু বরণ হয়। হোসাইন জয়াগ গ্রামের দেলোয়ার হোসেন এর ছোট ছেলে।