
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া: গাছে গাছে ভরবো দেশ, আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে, গ্রামীন ব্যাংকের উদ্যোগে দেশ ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির
ধারাবাহিকতায় ২০ জুন ২৩ ইং রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ি দক্ষিন গ্রামীন ব্যাংকের বরুড়া শাখার উদ্যোগে এবং শাখা ব্যবস্থাপক পপি রানীর ভাট এর সভাপতিত্বে, বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। গ্রামীন ব্যাংক এরিয়া ম্যানেজার মোঃ সাইফুদ্দিনের সঞ্চালনায়, বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কুমিল্লা গ্রামীন ব্যাংক জোনাল অফিসের জোনাল ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম। তিনি আজ আমড়াতলী ভূমিহীন মহিলা সমিতি ৮১ নং কেন্দ্রে গ্রাহকদের বলেন, গাঁছ লাগান পরিবেশ বাঁচান, একটি গাঁছকে আপনার বিপদ মুহুর্তে আপনার পাশে পাবেন।তাই দেশের পরিবেশ ও অক্সিজেন ঘাটতি পুরন করতে গ্রামীন ব্যাংক দেশব্যাপী ৮ কোটি গাছ রোপন করার সিদ্ধান্ত নিয়েছে। এবং বরুড়া উপজেলার গ্রামীন ব্যাংকের ১১ টি শাখার আয়োজনে উপজেলায় ৬ লক্ষ বৃক্ষরোপন (গাঁছ) করা হবে বলে জানিয়েছেন। এই সময় বিশেষ অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, কুমিল্লা গ্রামীন ব্যাংকের জোনাল অফিসের অডিট অফিসার মোঃ আশেকুর রহমান। কুমিল্লা জোনাল অফিসের হিসাব কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন। দেশের স্বার্থে সারা দেশে গাঁছ লাগানো কর্মসূচি গ্রামীন ব্যাংক এগিয়ে থাকবে বলে অতিথিদের মতামত প্রকাশ করেছেন।