
স্টাফ রিপোর্টার
কুমিল্লার বরুড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত।
ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ এ প্রতিপাদ্যের আলোকে
৩১ জুলাই বুধবার বেলা ১২টায় বরুড়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হামিদ লতিফ ভূইয়া (কামাল)।
বিশেষ অতিথি ছিলেন বরুড়া পৌরসভার মেয়র মোঃ বকতার হোসেন বখতিয়ার, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিনুয়ারা বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাসরিন সুলতানা তনু, সোনালী ব্যাংক বরুড়া শাখার ম্যানেজার মোঃ ইকবাল হোসেন। সাংস্কৃতিক কর্মী শাকিলা জামান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বরুড়া উপজেলা মৎস্য অফিসার সুরাইয়া জামান নিতু, বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার, মৎস্য চাষীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মৎস্য চাষী মোঃ জাহাঙ্গীর মীর, মোঃ সানাউল্লাহ প্রমুখ।
এদিন মৎস্য চাষ করে সফল হওয়া দুইজন চাষীকে শ্রেষ্ঠ চাষী হিসেবে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা যায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষে বরুড়া উপজেলার বিভিন্ন এলাকার উন্মুক্ত জলাশয়, খাস পুকুর, ও খাল বিলে পোনামাছ অবমুক্তকরন করা হবে। অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্তকরনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।