বরুড়া প্রতিনিধি
কুমিল্লার বরুড়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার ৩০ অক্টোবর বেলা ১১ টায় বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন ঢাকা ও কুমিল্লা জেলা সম্মানিত কার্যালয় এর সহযোগিতায় বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়, কাদবা তলাগ্রাম ত চ লাহা উচ্চ বিদ্যালয়, বরুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বরুড়া জুনিয়র হাই স্কুল, বরুরা সুন্নিয়া কামিল মাদ্রাসা, ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজ, কসবা উচ্চ বিদ্যালয় ও কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজের শব্দ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও বরুড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ শাহ আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সিংহ, এ সময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও পয়ালগাছা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক তরুণ কুমার আচার্য, কাদবা তলাগ্রাম ত চ লাহা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোজিনা খন্ধকার, সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক কর্মী শাকিলা জামান, নির্বাহী সদস্য মাস্টার আবদুস সাত্তার, বরুড়া জুনিয়র হাই স্কুল এর প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, এবি ব্যাংক বরুড়া শাখার বিজনেস এক্সিকিউটিভ অফিসার মোঃ শরীফ উদ্দিন, বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ মোসলেম মিয়া, বরুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাবেদ হোসেন, সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের দুর্নীতি প্রতিরোধে সচেতন হওয়া ও দুর্নীতির বিরুদ্ধে সবাইকে কাজ করার জন্য উদ্বুদ্ধ করা হয়।
পড়াশোনার পাশাপাশি সকল শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার উপর গুরুত্বারুপ করা হয়। এদিন শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ হিসেবে দুর্নীতি বিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত স্কুল ব্যাগ, ছাতা, স্কেল, টিফিন বক্স, ওয়াটার পট, পেন্সিল বক্স, ও কলমের বক্স, সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।