
মোঃ ইলিয়াছ আহমদ,
বরুড়া
কুমিল্লার বরুড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল ও উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৬ই অক্টোবর বিকাল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দঃ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাছিমুল আলম চৌধুরী নজরুল (এমপি। বরুড়া উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফা এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বিশেষ অতিথি ছিলেন বরুড়া পৌরসভার মেয়র মোঃ বকতার হোসেন বখতিয়ার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন লিংকন। বরুড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মঈন উদ্দিন এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বরুড়া থানা অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরুড়া উপজেলা কমিটির সভাপতি ডাঃ তপন ভৌমিক, সাধারণ সম্পাদক মাষ্টার তপন কৃষ্ণ বনিক, ইসলামিক ফাউণ্ডেশন বরুড়া উপজেলা ফিল্ড সুপার ভাইজার মোঃ মনিরুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নাছিমা আক্তার, এসময় উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তার হোসেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী। সভায় বরুড়া উপজেলার ৯৪ টি দূর্গা পূজা মন্ডপে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে প্রশাসনের সকল উদ্যোগ নেওয়া হয়েছে বলে দৃঢ় প্রত্যেয় ব্যাক্ত করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।