কুমিল্লার বরুড়ায় নলুয়া মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের উর্ধ্বমুখী ভবন ও বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ ভুঁইয়া স্মৃতি পাঠাগার উদ্বোধন এবং বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার ২৯ এপ্রিল বিকাল ৩টায় উপজেলার আদ্রা ইউনিয়নের নলুয়া মনোহরপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ড. মোঃ আলী হোসেন এর সভাপতিত্বে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দঃ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বরুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাছিমুল আলম চৌধুরী নজরুল এমপি, কুমিল্লা ০৭ (চান্দিনা) আসনে সংসদ সদস্য অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত, বেসিক ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের পরিচালক মোঃ মাহমুদ লতিফ ভুঁইয়া, কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ আবদুল মান্নান, বিপিএম (বার), বরুড়া উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফা, বরুড়া পৌরসভার মেয়র মোঃ বকতার হোসেন বখতিয়ার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন লিংকন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম।
হাফিজ আহমেদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুবাইয়া সুলতানার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার মিনু।
এ-সময় প্রধান অতিথি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে দিন বদলের পালা ঘোষণা করেছেন, পরবর্তীতে ২০২১ সালে নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের ঘোষণা দিয়ে তা তৃনমূলে বাস্তবায়ন করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের ঘোষণা দিয়েছেন, তিনি বলেন বাংলাদেশকে একসময় তলাবিহীন ঝুড়ির দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল বিদেশিরা বর্তমান বঙ্গবন্ধু কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় এসে তার চিত্র পাল্টে দিয়েছেন। তিনি দেশের প্রতিটি অঞ্চলে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি হাওর অঞ্চল থেকে শুরু করে জেলা সদরের সাথে প্রতিটি অঞ্চলকে আন্ত সড়ক নির্মাণের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে দিয়েছেন। পাশাপাশি প্রতিটি অঞ্চলে শিক্ষার উন্নয়নে অবকাঠামো উন্নয়ন সহ শিক্ষার্থীদের স্মার্ট হিসেবে গড়তে বিনামূল্যে বই সহ শিক্ষা উপবৃত্তী ও তথ্য প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব করে দিয়েছেন। তাই শিক্ষার্থীদেরকে একজন স্মার্ট হিসেবে গড়ে তুলতে সকল শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানের পুর্বে তিনি বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ ভুঁইয়া স্মৃতি পাঠাগার ও উর্ধ্বমুখী ভবনের শুভ উদ্বোধন করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.