
মোহাম্মদ ইলিয়াছ আহমদ, বরুড়া
বরুড়ায় পৃথক পৃথকভাবে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী পালিত হয়েছে।
স্থানীয় সাংসদ এ জেড শফিউদ্দিন শামীম ও সাবেক সাংসদ নাছিমুল আলম চৌধুরী নজরুল ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ এন এম মঈনুল ইসলামের অনুসারীরা পৃথকভাবে দিবসটি পালন করেন।
দিবসটি উপলক্ষে স্থানীয় সাংসদ এ জেড শফিউদ্দিন শামীম অনুসারীরা
উপজেলা চেয়ারম্যান আবদুল হামিদ লতিফ ভূঁইয়া কামাল ও সাবেক পৌর মেয়র বাহাদুরুজ্জামান এর নেতৃত্বে একটি র্যালী বরুড়া পৌর সদর বাজারে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গিয়ে শেষ হয়।
র্যালী শেষে সংসদ সদস্য এ জেড শফিউদ্দিন শামীম, উপজেলা চেয়ারম্যান আবদুল হামিদ লতিফ ভূইয়া কামাল, সাবেক পৌর মেয়র বাহাদুরুজ্জামান সহ অনেক নেতৃবৃন্দকে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
পরে উপজেলা হল রুমে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও সাবেক পৌর মেয়র বাহাদুরুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এ জেড শফিউদ্দিন শামীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুল হামিদ লতিফ ভূঁইয়া কামাল। সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান রিয়াল এডমিরাল আবু তাহের।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সাবেক পৌর চেয়ারম্যান মোঃ মীর মোবারক হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, মোঃ রাকিবুল হাসান লিমন, সৈয়দ মাইনউদ্দিন, আওয়ামী লীগের নেতা এডভোকেট সোহাগ, মোঃ কামাল হোসেন, যুবলীগের নেতা নাছির উদ্দিন মিহির, মোঃ নাজমুল হোসেন, রুবেল ছাত্র লীগ নেতা আশ্রাফুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠান টি সঞ্চালনা করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন।
এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিনুয়ারা বেগম ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার শিখা সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বরুড়া উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য বলেন, বিভক্তি আওয়ামী লীগ না করে আসুন আমরা সবাই ঐক্যবদ্ব হয়ে এক হয়ে শক্তিশালী আওয়ামী লীগ করি। সংগঠন কে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে হবে। বঙ্গবন্ধুর আর্দশ আমাদেরকে লালন করতে হবে।
এদিকে রবিবার বেলা এগারটায় বরুড়া আল-রশিদ টাওয়ারস্থ বরুড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা শেষে সাবেক সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নাছিমুল আলম চৌধুরী নজরুল এর সার্বিকতত্বাবধানে বরুড়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবদুর রশিদের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসুচীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন লিংকন, বরুড়া পৌরসভা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ বকতার হোসেন, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুল হুদা রতন।
পৌর কাউন্সিলর ও উপজেলা আওয়ামী যুবলীগ নেতা মোঃ শাহিনূর হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন পৌরসভা আওয়ামী লীগের সহসভাপতি কাউন্সিলর মোঃ শাহজাহান মিয়া, সহসভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তার হোসেন, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সবুজ, উপজেলা আওয়ামী যুবলীগ নেতা লিপন খন্দকার, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মোঃ সাদ্দাম হোসেন সহ উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
বিকেলে থানা রোডে নিজ কার্যালয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান এ এন এম মঈনুল ইসলামের অনুসারীরা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।