
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া: কুমিল্লার বরুড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৪টায় কুমিল্লা দঃ জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সহ সভাপতি ও এসকিউ ফাউন্ডেশন এর চেয়ারম্যান এ জেড এম শফিউদ্দিন শামীম এর উদ্যোগে বরুড়া উপজেলার খোশবাস উত্তর, দক্ষিণ ও আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের আয়োজনে, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনাকে রাজশাহী জেলা বিএনপি নেতা আবু সাইদ চাঁদ কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে ও অনতিবিলম্বে শাস্তির আওতায় আনার দাবীতে হরিপুর বাজারে বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিছিল পূর্বক হরিপুর আগানগর উচ্চ বিদ্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ফরহাদ হোসেন এর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ বাহাদুরুজ্জামান বাহাদুর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার শিখা আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাজহারুল ইসলাম মিঠু, ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিনুয়ারা বেগম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ শাহ ইমরান ভুঁইয়া, মোঃ শাহআলম পাটোয়ারী এছাড়াও বিভিন্ন এলাকা থেকে আগত আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।