
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লার বরুড়ায় ২৫শে আগষ্ট ২৪ ইং রবিবার বরুড়া মানবসেবা সামাজিক সংগঠনের পক্ষ থেকে বরুড়ার পাঠানপাড়া বন্যার্ত মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণের মধ্য দিয়ে উদ্বোধন করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার ন্যু এমং মারমা মং।
এ সময় উপস্থিত ছিলেন ওরাই আপনজন সংগঠনের উপদেষ্টা মোঃ ফারুকুল ইসলাম, ওরাই আপনজন সংগঠনের সভাপতি ও মানব সেবা সংগঠনের উপদেষ্টা মোঃ ইলিয়াছ আহমদ, রেমিট্যান্স যোদ্বা সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল হক, মানব সেবা সংগঠনের সভাপতি কাজী মুফতি মমিন উল্ল্যাহ ভুঁইয়া, সাধারণ সম্পাদক নোমান চৌধুরী অনু’ সংগঠনের সহ সভাপতি ওমর ফারুক, জুয়েল হোসেন,বেলায়েত হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু হানিফ, সংগঠনের সদস্য হান্নান, ফরহাদ, জুয়েল রানা সহ অনেকে। উদ্বোধনের কার্যক্রম শেষ করে নোয়াখালী চলে যায় মানব সেবা সংগঠনের দায়িত্বশীলরা। ২৫০ জনের মাঝে এ ত্রান সামগ্রী বিতরণ করা হবে বলে জানান সংগঠনের সভাপতি কাজী মমিন উল্লাহ।