
স্টাফ রির্পোটার
বরুড়ায় উপজেলা পর্যায়ে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২রা জানুয়ারী বৃহস্পতি বার এগারটায় উপজেলা পরিষদ মিলনায়তনে বরুড়া উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ন্যু এমং মারমা মং এর সভাপতিত্বে কর্মসুচীতে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাছরিন সুলতানা তনু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নূরে তাসকিন তুলি, মাধ্যমিক শিক্ষা অফিসার রতন সাহা, যুব উন্নয়ন অফিসার মুহাম্মদ বোরহান উদ্দিন ভুঁইয়া, সহ উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা, সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ।