কুমিল্লার বরুড়া থানা পুলিশ ৩০ মার্চ ২৩ খ্রিষ্টাব্দে বরুড়া থানার পুলিশ ২১ মামলার আসামী মনির কে অস্র ও গুলি সহ গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা যায়, ৩০ মার্চ থানা অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ পরিদর্শক তদন্ত নাহিদ আহাম্মেদ এস আই আলী মর্তুজা, এস আই উত্তম কুমার, এএসআই মতিউর রহমান, এএসআই আ: মোতালেব ও ফোর্স সহ বরুড়া থানা এলাকায় বিশেষ অভিযান করেন। এ সময় বরুড়া থানাধীন ৬ নং চিতড্ডা ইউনিয়নের ভঙ্গুয়া ব্রিজের দক্ষিণ পাশে মুড়িয়ারা গামী মাটির রাস্তার মাথা হইতে মো: মনির হোসেন প্রকাশ মনির ডাকাতকে (৩৮) গ্রেপ্তার করা হয়।
সে উপজেলার ঝলম (মোল্লাবাড়ি) গ্রামের মৃত আব্দুল মমিন ডাকাতের ছেলে।
গ্রেফতারের সময় তার কাছ থেকে ০১ টি দেশীয় তৈরী পাইপ গান ও ০২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সে দীর্ঘদিন যাবত বরুড়া থানার ঝলম ও চিতড্ডা ইউনিয়ন সহ আশপাশের এলাকায় সন্ত্রাসী, ডাকাতি, দস্যুতা, ছিনতাই সহ মাদকদ্রব্য বিক্রয় করতেন।
সে বরুড়া থানার ডাকাতি, সন্ত্রাসী, দস্যুতা, মাদক ও অন্যান্য মামলার ২১ টি মামলার এজাহার নামীয় আসামি। তার নামে বরুড়া থানায় একাধিক গ্রেফতারি পরোয়ানা মুলতবী আছে। কুখ্যাত মনির হোসেন প্রকাশ মনির ডাকাত গ্রেপ্তারে ঝলম ও চিতড্ডা ইউনিয়নের জনমনে স্বস্তি ফিরে এসেছে।
বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন বলেন, মনির ডাকাত কে গ্রেফতারে পুলিশের এটি সফলতা। বরুড়া থানা আইনশৃঙ্খলা রক্ষা জন্য সকল পদক্ষেপ নেওয়া হবে।