মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া: কুমিল্লার বরুড়ায় ৩০ টি গাজার গাছ সহ ১৪ জুন ২৩ ইং গালিমপুর গ্রামে পেয়ারা বেগম নামে ১ মহিলা মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে বরুড়া থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, ১৪ জুন ২৩ খ্রিঃ বরুড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন এর দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মীর রেজাউল ইসলাম এর সার্বিক সহযোগিতায় সঙ্গীয় এসআই (নিঃ)/আলী মর্তুজা, এএসআই(নিঃ)/মোঃ মতিউর রহমান ও ফোর্স সহ বরুড়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে বরুড়া থানাধীন ১১নং গালিমপুর ইউপিস্থ গালিমপুর ০৫নং ওয়ার্ডের সবুজের বসত ঘর সংলগ্ন পশ্চিম পাশে ১৪ জুন তারিখ রাত ০৩.৩০ ঘটিকার সময় গালিমপুর ইউনিয়নের গালিমপুর গ্রামের মোঃ সেলিম মিয়ার স্ত্রী পেয়ারা বেগম (৪৫) কে গ্রেফতার করে পুলিশ। এ সময় অবৈধভাবে চাষ করা ৩০টি গাঁজার গাছ (ডালপালা ও শিকড় সহ) যাহার প্রতিটি যথাক্রমে অনুমান ৪৮” হইতে ৮৪ ইঞ্চি লম্বা পুলিশ উদ্বার করে।
এ সময় পুলিশের টের পেয়ে সেলিম মিয়ার ছেলে আরেক মাদক ব্যবসায়ী সবুজ (২৫) পালিয়ে যায়।
পলাতক আসামী সবুজ দীর্ঘদিন যাবৎ ধৃত আসামী পেয়ারা বেগম এর নিকট হইতে মাদকদ্রব্য গাঁজার গাছ (ডালপালা ও শিকড় সহ) ক্রয় করিয়া পরস্পর যোগসাজশে মাদকদ্রব্য বিক্রয় করে আসছে।
উক্ত ঘটনায় বরুড়া থানার এসআই/মোঃ আলী মর্তুজা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ১৮(ক)/৪১ দারা মোতাবেক মামলা দায়ের করেন। মামলা নং ১৪।