
কুমিল্লার বরুড়ার আগানগর ইউনিয়নের গহিনখালীতে আওয়ামী লীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১লা মে সোমবার বিকাল তিনটায় গহিনখালী সরকারী স্কুল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি খাজা খায়ের উদ্দীনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা দঃ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাছিমুল আলম চৌধুরী নজরুল (এমপি)।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল হাসেমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দীন লিংকন, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ, সাধারণ সম্পাদক ও বরুড়া পৌর মেয়র বকতার হোসেন বখতিয়ার, আওয়ামীলীগ নেতা আক্তারুজ্জামান বাবু, কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য ও যুবলীগ নেতা সোহেল সামাদ, খোশবাস উঃ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হোসেন সর্দার, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুল হুদা রতন, কুমিল্লা দঃ জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা মোঃ জামাল হোসেন ভুঁইয়া, এজিএস শাহজাহন, পৌরসভা যুবলীগ নেতা লিপন খন্দকার, পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য পৌর সভা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সূস্য সচিব রাকিবুল হাসান রকি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন, আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুলা হাসেম, সহ সভাপতি খাজা খায়ের উদ্দীন, ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ সাখাওয়াত হোসেন ভুঁইয়া, উপজেলা আওয়ামী যুবলীগ নেতা মিজানুর রহমান ভুঁইয়া, ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল হোসেন, গাজী আনোয়ার হোসেন যুবলীগ নেতা মইনুল প্রমুখ।