মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লার বরুড়া উপজেলা নতুন নির্বাহী অফিসার হিসেবে যোগদান করতে যাচ্ছেন নু-এমং মারমা মং,।
সাবেক নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফা বদলি হয়ে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে ঢাকা যোগদান করবেন। ১২ নভেম্বর ২৩ ইং শেষ কর্ম দিবস পালন করছেন তিনি।
১৩ নভেম্বর সম্ভাবনা রয়েছে নু এমং মারমা মং এর বরুড়া নির্বাহী অফিসার হিসেবে যোগদানের।