স্টাফ রিপোর্টার
কুমিল্লা ৮ বরুড়ার সাবেক এমপি নাছিমুল আলম চৌধুরী নজরুলের দুর্নীতি অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ক্ষমতার অপব্যবহার, নানাবিধ অনিয়ম-দুর্নীতির মাধ্যমে নিজ ও আত্মীয়-স্বজনের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করায় কুমিল্লা-৮ আসনের সাবেক এমপি নাছিমুল আলম চৌধুরী (নজরুল) বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদকের গোয়েন্দা অনুসন্ধানে তাদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার পর কমিশন থেকে অনুমোদন দেওয়া হয়েছে। সংস্থাটির জনসংযোগ দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।
কুমিল্লা-৮ আসনের সাবেক সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরীর (নজরুল) বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তথ্যানুসন্ধানকালে তার নিজ নামে বিজে জিও টেক্সটাইল লি. নামের কোম্পানিতে ১ কোটি ৫৭ লাখ ৭৫ হাজার টাকা বিনিয়োগ: ঢাকার বনানী ডিওএইচএস ও নিকুঞ্জে ২টি ফ্ল্যাট; কুমিল্লার বরুড়া বাজারে প্রায় ১৭টি দোকান; কুমিল্লা সদরে ঠাকুরবাড়ি ও ঝাউতলায় ২টি বহুতল বাড়ি; এছাড়া নামে-বেনামে প্রায় ৪৫০ শতাংশ জমির মালিকানা রয়েছে বলে জানা গেছে। অবৈধভাবে অর্জিত জ্ঞাত-আয় বর্হিভূত সম্পদের গোয়েন্দা তথ্য পাওয়া যাওয়ায় কমিশন থেকে প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।