মোঃ ইলিয়াছ আহমেদ
কুমিল্লার বরুড়ায় উপজেলা আওয়ামী লীগের শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৩ আগষ্ট শনিবার বিকাল তিনটায় বরুড়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, বরুড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক দুই বারের সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল এর সভাপতিত্বে বরুড়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি শোক মিছিল বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে মিলিত হন।
বিক্ষোভ মিছিলের পুর্বে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বরুড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক দুই বারের সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল এর সভাপতিত্বে
এসময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন লিংকন, বরুড়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবদুর রশিদ, বরুড়া পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভা মেয়র মোঃ বকতার হোসেন বখতিয়ার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবদুল ওয়াদুদ, বরুড়া পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন, কাউন্সিলর মোঃ শাহিনুর হোসেন শাহিন, মোঃ বিল্লাল হোসেন, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের সাবেক এজি এস মোঃ শাহজাহান, বরুড়া উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান শাহিন সহ উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সাবেক সাংসদ নাছিমুল আলম চৌধুরী নজরুল বক্তব্যে বলেন কোন অপশক্তি বাংলাদেশ কে পিছনে নিতে পারবে না, যতক্ষণ বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন, আপনারা প্রতিটি ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে সতর্ক থাকুন দুষ্কৃতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান।