
স্টাফ রিপোর্টার, বরুড়া
কুমিল্লার বরুড়া ডকটরস কমিউনিটি হসপিটাল ভিজিট করলেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মহিবুস ছালাম খান।
২৩ জুন ২৪ ইং দুপুরে আকস্মিক তিনি হসপিটালটি ভিজট করেন। হসপিটালের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন।
স্বাস্থ্য সেবার মান বৃদ্ধির লক্ষে এ ভিজিট তিনি জানান।