
কুমিল্লার বরুড়া বিলপুকুরিয়া শ্বশুড়ের গ্রাম থেকে গরু চুরি করে পালানোর সময় দেবিদ্বার থেকে একটি গরুসহ তিন চোরকে গ্রেপ্তার করেছে দেবিদ্বার থানা পুলিশ।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লার দেবিদ্ব্রার উপজেলার মোহনপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
এ সময় একটি গরু ও সিএনজি চালিত অটো রিক্সা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, কুমিল্লা সদরের ধর্মপুরের মোঃ জুয়েল (২৬) ও সাতরা চম্পকনগর এলাকার রাসেল (২৫) এবং বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামের মোঃ সুজন (২৫)।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলকৃষ্ণ ধর বলেন, সোমবার বিকালে গ্রেপ্তারকৃত তিনজন বরুড়া থেকে একটি গরু চুরি করে সিএনজি চালিত অটো রিকশা করে গরুটি নিয়ে পার্শ্ববর্তী দেবিদ্বার দিয়ে যাওয়ার সময় পুলিশের চেক পোষ্টে ধরা পড়েন।
ওসি কমল কৃষ্ণ ধর আরো জানান, বরুড়া উপজেলার বিল পুকুরিয়া গ্রামে গ্রেপ্তারকৃত রাসেলের শ্বশুরবাড়ি। সোমবার বিকেলে রাসেল তার অন্য দুই সহযোগীকে নিয়ে গরু চুরি করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়ার টাকার যোগার করতে গরু চুরি করছেন বলে স্বীকার করেন।
বরুড়া থেকে এসে গরুর মালিক আমির হোসেন গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
পরে বুধবার বিকালে তিন আসামীকে আদালতে প্রেরন করেছেন বলে দেবিদ্বার থানা সূত্রে জানান।