
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া: কুমিল্লার বরুড়া বিজনেস ফোরামের ৫০ হাজার সদস্য পুর্তি উদযাপন ও তৃতীয় মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। বরুড়া মোল্লা ইলেকট্রিক এন্ড সেনিটারি এর সত্তাদিকারী সাইফুর রহমানের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান বাংলাদেশ চেম্বার এর সাবেক সভাপতি, রিকন্ডিশন ভেহিক্যালস ও ইমপোর্টার্স এন্ড ডিলারস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এবং শাহেরবানু আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মোঃ আবদুল হক, বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ বরুড়া উপজেলা জনকল্যান সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও এফবিসিসিআই এর সদস্য মোঃ জহিরুল হক, ভলান্টিয়ার্স এসোসিয়েশন অব বরুড়া ভাব এর সভাপতি শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান ভুঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ওরাই আপনজন সংগঠনের সভাপতি মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মোঃ মাসুদ মজুমদার, সাইথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংকের ম্যানেজার মোঃ আরিফ আহমেদ, ঝলম রুচি বিলাস চাইনিজ এন্ড রেষ্টুরেন্টের সত্তাধিকারী মোঃ খোরশেদ আলম, জীবন শৈলী সংগঠনের প্রধান নির্বাহী ডাঃ কাজী শিহাব উদ্দিন পিয়েল। নারী উদ্যোক্তা শাকিলা জামানের সঞ্চালনায় ও অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী সাংস্কৃতিক কর্মী আজহার সুমন এর সার্বিক তত্ত্বাবধানে এসময় বক্তব্য রাখেন বরুড়া বিজনেস ফোরামের এডমিন প্যানেল মেম্বার তানভির ফরাজি, সমাজ সেবক মোঃ আবদুল হক, রক্তঋণ সামাজিক সংগঠনের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন, উদ্যোক্তা এম এস হিরন, মোঃ লুৎফর রহমান, মাসুদুর রহমান, হুমায়ুন কবির, টুম্পা সাহা, নারী উদ্যোক্তা মাহমুদা আক্তার প্রমুখ। অনুষ্ঠান প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের সমন্বয়ে ৩টি কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।