স্টাফ রিপোর্টারঃ কুমিল্লার বরুড়ায় এক অজ্ঞাত মহিলার লাশ নিজে কাঁধে করে কবরস্থান কবরস্থানে নিয়ে গিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বরুড়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনিসুল ইসলাম।
শুধু তাই নয়, গত তিন মাস ওই মহিলার খাদ্য ও চিকিৎসা সেবা ও তিনি নিজে অব্যবস্থাপনায় নিশ্চত করেছেন।
জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর ২০ ইং তারিখে অজ্ঞাত ওই মহিলাটি অসুস্থ অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনিসুল ইসলাম এর নির্দেশে সামাজিক সংগঠন রক্ত ঋণ এর সভাপতি মোঃ কামরুল হাসান অসুস্থ ওই মহিলাটিকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (সরকারী হসপিটাল) ভর্তি করান। পরে সরকারী হসপিটাল মহিলার চিকিৎসা ও খাওয়া দাওয়ার ব্যাবস্হা করেন। গত১৩ নভেম্বর শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মহিলাটি মারা যায়। ওই মহিলার মৃত্যুর পর আরেক সামাজিক সংগঠন ওরাই আপনজন কাফনের কাপ ব্যাবস্হা করে দেন। পরে বরুড়া তাকওয়া ফাউন্ডেশনে তার দাফনের ব্যাবস্হা করেন। ইউএনও নিজে কাঁধে করে লাশ বহন করে বরুড়া পুর্বপাড়া গন কবরস্থানে নিয়ে যান। নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম এর মানবিক কাজে অংশ গ্রহণ দেখে বরুড়ার জনগন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।