বরুড়া প্রতিনিধিঃ কুমিল্লার বরুড়ায় বুধবার’ওরাই আপনজন’ সামাজিক সংগঠনের সাধারণ সভা ডকটরস কমিউনিটি হসপিটালের ডাঃ আনিস উল হাসান হল রুমে অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে এ সভা শুরু হয়।
সকাল ১০ টায় অনুষ্ঠিত এ সভায় সংগঠনের সদস্য বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম নোমানের স্ত্রীর রুহের মাগফেরাত দোয়া করা হয়।
সভায় সবার পরিচিত মুখ দেন্নাগরের কবি মোঃ সোহেল রানার স্বরচিত কবিতা পাঠে মুগ্ধ সংগঠনের সদস্যরা। এ সময় কয়েকজন সদস্যকে কবি মোঃ সোহেল রানার লেখা বই উপহার দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, ডক্টরস কমিউনিটি হসপিটাল এর এমডি, সাংবাদিক ইলিয়াছ আহমেদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ সভাপতি মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম, বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, সহ সভাপতি ডাঃ কবির বকুল, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন তুহিন, সাইফুল ইসলাম নোমান, সদস্য আশিকুর রহমান দিদার, তানিয়া আক্তার,সহ আরো অনেকে।
সভাপতি তার বক্তব্যে সংগঠনের মূল লক্ষ্য, উদ্দেশ্য ও করণীয় সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন।