
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লার বরুড়ায় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে ঝলম রুচি বিলাস চাইনিজ এন্ড পার্টি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় দৈনিক বরুড়া কন্ঠের প্রকাশক ও সম্পাদক প্রয়াত মোঃ ইউছুফ আলীকে মরণোত্তর সম্মানাসহ পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়াও তাঁর ছন্দময় কর্মজীবন নিয়ে স্মৃতি চারন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা (দঃ) জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও এসকিউ ফাউন্ডেশনের সভাপতি এ.জেড.এম শফিউদ্দীন শামীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার শিখা, আগানগর ইউপি চেয়ারম্যন মাজহারুল ইসলাম মিঠু, পৌর কাউন্সিলর মিনোয়ারা বেগম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসকিউ ফাউন্ডেশনের সদস্য সচিব তোফায়েল আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন, এসকিউ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বস্ত্র ও বাসস্থানসহ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এসকিউ ফাউন্ডেশন বরুড়ায় করর্মত গনমাধ্যম কর্মীদের কল্যাণের জন্যও কিছু করতে চায়। আপনারা উদ্যোগ নিয়ে আসেন। আপনাদের পাশে এসকিউ ফাউন্ডেশন সব সময় থাকবে।
এছাড়াও তিনি বলেন, আমি জনগন ও দেশের কল্যাণের জন্য রাজনীতি করি। বরুড়ার উন্নয়নের জন্য রাজনীতিতে এসেছি। আমি দেখেছি, বরুড়ার গ্রাম পর্যায়ে কিছু সংখ্যক মানুষ দরিদ্রতার মধ্য দিয়ে জীবন যাপন করছে। আমার মাঝে মাঝে মনে হয় তাদেরকে সব দিয়ে দেই। কিন্তু সব দিয়ে দিলেও সমস্যার সমাধান হবে না। এখানে অনেক কিছু করার সুযোগ আছে। যা সকলের সমন্বয়ে সমাধান করা সম্ভব।