মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া: কুমিল্লার বরুড়ায় লাইজলা নামক স্থানে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন ডাকাতকে আটক করেছে বরুড়া থানা পুলিশ।
শনিবার (১৭ জুলাই) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটের সময় বরুড়া-লালমাইগামী সড়কের লাইজলা নামক স্থান থেকে এ ৩ জন ডাকাতকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, জেলার দেবিদ্ধার উপজেলার ওহেদপুর গ্রামের মজিবুর রহমান ভূইয়ার ছেলে মুন্না ভূইয়া (২৪), লক্ষিপুর জেলার কমলনগর উপজেলার চরলরেন্স গ্রামের আবদুল কাদেরের ছেলে সবুজ (৩০), চরপাগলা গ্রামের জামাল হোসেনের ছেলে জাহাঙ্গীর (২৪)।
আটকের সময় তাদের কাছ থেকে ২টি চাকু, ১টি সুইচ গিয়ার, ৩টি লোহার রড, ১১০ হাত সাইজের ২টি রশি ও ০১ টি মিনি ট্রাক উদ্ধার করা হয়। এ ঘটনায় বরুড়া থানায় ৩৯৯/৪০২ পেনাল কোডে মামলা রুজু করা হয়। মামলা মামলা নং-১০।
এ বিষয়ে বরুড়া থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় টিম বরুড়া কর্তৃক অভিযান পরিচালনা করিয়া আমরা ৩জন ডাকাতকে আটক করতে সক্ষম হয়েছি। ডাকাতির মামলায় ৩জনকে আদালতে প্রেরন করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।