বরুড়া প্রতিনিধিঃ
কুমিল্লার বরুড়া উপজেলার বরুড়া আড্ডা ভায়া তলাগ্রাম সড়কে নসিমন থেকে পড়ে গিয়ে একই নসিমনের চাপায় মোজাম্মেল হোসেন নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন।
সোমবার (২১ ডিসেম্বর) বিকাল ৪টায় বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নের কাছিঁয়াপুকুরিয়া মমিন মার্কেটের পাশে এ ঘটনা ঘটে।
নিহত মোজাম্মেল বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের পেরপেটি গ্রামের জালাল আহম্মেদ এর ছেলে।
ঘটনার সূত্র থেকে জানা যায়, সোমবার বিকালে নসিমনে করে ওয়ার্কশপের মাল নিয়ে যাচ্ছিলেন মোজাম্মেল। হটাৎ কাছিঁয়াপুকুরিয়া এলাকার মমিন সুপার মার্কেটের পাশে মোড় ঘুরতে গিয়ে নসিমন ধাক্কা লাগে। এসময় মোজাম্মেল নসিমন থেকে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে সে নিহত হয়।
বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি।তারা এখনো ঘটনাস্থলে পৌঁছায় নাই। মরদেহের সুরতহাল তৈরি করে থানায় নিয়ে আসলে বিস্তারিত জানাতে পারবো “।