
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া: নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষার্থীদের বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাঁথা শুনানোর অনুষ্ঠান” ৯ আগস্ট ২৩ ইং বরুড়া উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফা’র সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সাইফুল ইসলাম এর সঞ্চালনায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব ড. মো: জহুরুল ইসলাম রোহেল। অনুষ্ঠানে ৪ (চার) জন বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা আবদুর মান্নান, বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাত্তার, বীর মুক্তিযোদ্ধা, আবুল বাসার এবং বীর মুক্তিযোদ্ধা মো: ইব্রাহিম শিক্ষা্র্থীদের উদ্দেশ্য মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং শিক্ষক অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রকল্প পরিচালক (উপ-সচিব) ড. মো: নুরুর আমীন এর পরিচালনায় মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়।