
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া: কুমিল্লার বরুড়ায় ২৪ আগস্ট ২৩ ইং বৃহষ্পতিবার মোঃ মঈন উদ্দিন, সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে বরুড়া উপজেলার উত্তর খোশবাস ইউনিয়নের নবীপুর গ্রামের বাঁশতলি-নবীপুর সড়কের পাশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় নবীপুর গ্রামে অবৈধভাবে ড্রেজার মেশিনের মাধ্যমে সরকারি রাস্তার পাশে কৃষি জমি হতে মাটি ও বালু উত্তোলন করার সময় ২ জনকে ঘটনাস্থল হতে আটক করা হয়। ড্রেজার দিয়ে বালু তোলার কারনে পাশের রাস্তা ভেঙ্গে যাচ্ছে। এই ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এ অপরাধ আমলে নেয়া হয়।
আটককৃত মোস্তফা কামাল (৫৩), পিতাঃ হাজী আবু সাঈদ, সাং- বাঁশতলি, উত্তর খোশবাস, বরুড়া, কুমিল্লা এবং মোঃ নজির (৪৫), পিতাঃ জয়নাল আবেদিন, গরামারা, চান্দিনা, কুমিল্লাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক ৫০,০০০/- অর্থদণ্ড অনাদায়ে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।