
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া: কুমিল্লার বরুড়া উপজেলায় চুরির অভিযোগে এক যুবক কে মাথা নীচু করে ঝুলিয়ে নির্যাতন করেছে স্হানীয় মেম্বার মোঃ জহিরুল ইসলাম সহ কয়েকজন গ্রামবাসী।
পুলিশ জহির মেম্বার ও নুরুল ইসলাম নামে ২ জন কে গ্রেফতার করে ২৭ জুলাই ২৩ ইং জেল হাজতে প্রেরণ করেছে। ঘটনা টি ঘটেছে উপজেলার ভাউকসার ইউনিয়নের ছোত্তাপুকুরিয়া গ্রামে। এই ঘটনা টি সোস্যাল মিডিয়া ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি দোকানের সামনে যুবক কে উলটো করে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। সে চিৎকার করে বলছে মরে যাবো, বাঁচাও বাঁচাও। যুবকের নাম হান্নান। যদি ও হান্নানের বিরুদ্ধে চুরি, মাদকসহ নানাহ অভিযোগ রয়েছে।
একাধিক বার হান্নান চুরির অভিযোগে জেল খেটেছে। ২৬ জুলাই বিকেলে ভিডিও টি সোস্যাল মিডিয়ায় আসে।
এ বিষয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন বলেন, ঘটনা টি দেখার সাথে সাথে মেম্বার সহ দুজন কে আটক করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়া হবে।
ভিডিও লিংক : https://fb.watch/mGTtMUZbVv/?mibextid=Nif5oz