বরুড়া প্রতিনিধিঃ
ডেস্ক রির্পোট: কুমিল্লার বরুড়ায় “মানুষ মানুষের জন্য” সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র, শিক্ষা সামগ্রী বিতরণ ও অালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০২ জানুয়ারী) দুপুর ২ টার দিকে ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে সংগঠনের সভাপতি অাজহার সুমনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বরুড়ার কৃতি সন্তান ও চাটখিল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মিজানুর রহমান ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সাইফুল ইসলাম, বরুড়া পল্লী বিদ্যুৎ ডেপুটি জেনারেল ম্যানেজার মো: জালাল উদ্দীন, ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো: এমদাদুল হক, ওরাই আপনজন সংগঠনের সভাপতি সাংবাদিক ইলিয়াছ আহমদ, ভলান্টিয়ার্স এসোসিয়েশন অব বরুড়া (ভাব) সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন মাযহারী।
অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এমদাদুল ইসলাম রিয়াজ।
অনুষ্ঠানে শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও ১২০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।