
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়াঃ
কুমিল্লার বরুড়ার আলোচিত মাদরাসার শিক্ষার্থী ইব্রাহীম খলিল হত্যা মামলার মুল আসামী আল আমিন (২৬) কে গ্রেফতার করেছে বরুড়া থানা পুলিশ। ৭ সেপ্টেম্বর সুনামগঞ্জের ছাতক এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
গত ৪ সেপ্টেম্বর ইব্রাহীম খলিল নিখোঁজ হয় নিজ বাড়ি থেকে। ৬ সেপ্টেম্বর তার মৃতদের উপজেলার ভবানীপুর ইউনিয়নের পোমতলা গ্রামের পরিত্যক্ত একটি বাড়ির মাটির নীচ থেকে উদ্ধার বরুড়া থানা পুলিশ। আল আমিন ইব্রাহীম খলিল কে হত্যা কে মাটি নীচে পুঁতে রেখে দামাচাপা দেয়ার চেষ্টা করে।
বরুড়া থানা পুলিশ সুনামগঞ্জের ছাতক থেকে খুনি আল আমিন কে গ্রেফতার করেছে। আল আমিন ইব্রাহীম খলিল এর চাচাতো ভাই। মৃত নান্নু মিয়ার ছেলে।
এ বিষয় অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন আটকের খবর নিশ্চিত করে বলেন, বিস্তারিত তথ্য পরে জানাতো পারবো। তাকে বর্ডার এলাকায় আটক করেছি। বরুড়া এসে কথা বলবো।