বরুড়া প্রতিনিধিঃ কুমিল্লার বরুড়া পাঠানপাড়া আইডিয়াল স্কুল ও কলেজ মাঠে শ্যামল বাংলা সাংস্কৃতি সংগঠনের উদ্যেগে সন্ত্রাস বিরুধী উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ ২৬ নভেম্বর বৃহস্পতিবার বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন লিংকন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জসিম উদ্দিন খোকন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওরাই আপনজন সংগঠনের সভাপতি ইলিয়াছ আহমদ, ঢাকাস্হ জন কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নুরু উদ্দিন স্বপন, উপজেলা স্বেচ্ছা সেবক লীগ নেতা জামাল হোসেন, এস আই উত্তম,, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দীন মিহির, পৌর যুবলীগের আহবায়ক শাহিনুর হোসেন,রক্ত ঋণের সভাপতি কামরুল হাসান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আজহার সুমন। অনুষ্ঠান টি সঞ্চালন করেন সাংবাদিক ইকরাম। অনুষ্ঠানে কবিতা আবৃতি করেন, কবি সোহেল রানা।অনুষ্ঠান শেষে শিক্ষা উপকরন ও মাস্ক বিতরণ করা হয়।