
স্টাফ রিপোর্টার
কুমিল্লার বরুড়া থেকে প্রকাশিত দৈনিক বরুড়া কন্ঠের সম্পাদক ও প্রকাশক মোঃ ইউসুফ আলীকে মরণোত্তর সম্মাননা দিলেন এস কিউ ফাউন্ডেশন।
২৩ সেপ্টেম্বর শনিবার বরুড়া উপজেলায় সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় মোঃ ইউসুফ আলীর স্ত্রীর হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ টাকা তুলে দেন কুমিল্লা দঃ জেলা আওয়ামী লীগের সহসভাপতি,
এস কিউ ফাউন্ডেশন, এস কিউ গ্রুপ ও সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক এর চেয়ারম্যান এ জেড শফিউদ্দিন শামীম।
এর আগে তিনি উপজেলার জলমে একটি রেস্টুরেন্টে বরুড়ায় কর্মরত সকল সাংবাদিকদে সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি বরুড়ার সাংবাদিকদের সহযোগিতা কামনা করে পাশে থাকার কথা বলেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, এস কিউ ফাউন্ডেশনের সদস্য সচিব মোঃ তোফায়েল হোসেন, বরুড়া উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিল) কামরুন্নাহার শিখা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি ও আগানগর ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম মিঠু, বরুড়া পৌরসভার কাউন্সিলর মিনারা বেগম, বরুড়া প্রেসক্লাবের সভাপতি আবুল হাসেম, দৈনিক মুক্তির লড়াই পত্রিকার সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুদ মজুমদার, সাবেক সভাপতি সলিল রঞ্জন বিশ্বাস, সাবেক সভাপতি জসিমউদদীন খোকন, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকরামুল হক, সাংগঠনিক সম্পাদক বি এম মহসিন, প্রচার সম্পাদক আজিজুর রহমান, বরুড়া প্রেসক্লাব কল্যাণ ট্রাস্ট এর সমন্বয়ক শাহআলম শফি, নির্বাহী সদস্য মোঃ তাজুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, সদস্য এসএম সেলিম, সদস্য এস এম শফিউল্লাহ সুজন, ঢাকা পোস্ট এর কুমিল্লা প্রতিনিধি আরিফ আজগর প্রমুখ।