বরুড়া প্রতিনিধিঃ শনিবার বিকালে কুমিল্লার বরুড়া উপজেলার ১৫-নং পয়ালগাছা ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিল অধিবেশন ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দঃ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও বরুড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল।
উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও বরুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোটারিয়ান সাংবাদিক মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দীন লিংকন, যুগ্ন সাধারণ সম্পাদক ও গালিমপুর ইউপি চেয়ারম্যান লায়ন রবিউল আলম, যুগ্ন সাধারণ সম্পাদক সাবেক ও আড্ডা ইউপি’র চেয়ারম্যান জাকির হোসেন বাদল, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক প্রভাষক সোলাইমান মজুমদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সাবেক জেলাপরিষদ সদস্য সোহেল সামাদ, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও বরুড়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো.বক্তার হোসেন।
কাউন্সিলে পয়ালগাছা ইউনিয়ন আওয়ামিলীগের নতুন সভাপতি নির্বাচিত হলেন সৈয়দ রেজভী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শান্তি রঞ্জন দাস।