ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজশাহীতে ভুয়া মাদ্রাসা চালিয়ে প্রতারণার অভিযোগ Logo লালমনিরহাটে পিডিবিএফ কর্মচারীদের ৩ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ Logo জাতিসংঘের আইনের উপর ভিত্তি করে আন্তর্জাতিক শৃঙ্খলা ও ন্যায্যতা সমুন্নত রাখতে হবে : সি Logo চীনা শেনচৌ ২০ নভোযান মহাশূন্যে যাত্রা করবে Logo গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ে পড়া ঘর মেরামতে বৃত্তবানদের এগিয়ে আসার আহবান Logo লালমনিরহাটে ‘৩৬ জুলাই’ নামের আইনজীবী সমিতির নতুন জেলা হল রুম উদ্বোধন Logo রাণীনগরে সম্মিলিত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রনয়ন সভা অনুষ্ঠিত Logo অপহৃত শ্রীলঙ্কার তিন নাগরিককে মোল্লাহাট থেকে উদ্ধার Logo “দ্যা এশিয়ান রেনেসাঁস” বইটি অনূদিত করেছেন কচুয়ার আব্দুল্লাহ আল মাহমুদ Logo চাঁদপুরের কচুয়ার আলোচিত মাদক সম্রাজ্ঞী নিশিসহ ৪জন গ্রেফতার

বসন্ত উৎসব গালার সাংস্কৃতিক উৎসব ৮২টি ভাষায় দর্শকদের জন্য উপহার

  • আন্তর্জাতিক:
  • আপডেট সময় ০৯:০১:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

কেনিয়া সময় গত বুধবার চায়না মিডিয়া গ্রুপের ‘বসন্ত উৎসব গালা ওভারচার’ বিশেষ অনুষ্ঠান কেনিয়ার নাইরোবিতে জাতিসংঘ অফিসে অনুষ্ঠিত হয়েছে। সিপিসি কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের ভাইস মিনিস্টার এবং চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেন হাই সিয়োং এতে ভিডিও বক্তৃতা দিয়েছেন। জাতিসংঘের উপ-পরিচালক এবং নাইরোবিতে জাতিসংঘ অফিসের মহাপরিচালক জয়নব হাওয়া বাঙ্গুরা, কেনিয়ায় চীনের রাষ্ট্রদূত গুও হাইয়ান এবং কেনিয়া সরকারের প্রতিনিধি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি ডিরেক্টর-জেনারেল রাষ্ট্রদূত ম্যাকাওলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন। এ ছাড়া, বিভিন্ন দেশের জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত এবং কূটনীতিকদের পাশাপাশি আফ্রিকার অনেক দেশের জাতীয় টেলিভিশন স্টেশনগুলির পরিচালক-সহ সর্বস্তরের তিন শতাধিক লোক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেন হাই সিয়োং ভিডিও বক্তৃতায় বলেন, বিশ্বের জনসংখ্যার প্রায় এক-পঞ্চমাংশ বসন্ত উৎসব উদযাপন করে। বসন্ত উৎসবটি কেবল জাতিসংঘের ছুটিতে পরিণত হয়নি, তবে এটি গত বছর মানবজাতির অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায়ও অন্তর্ভুক্ত হয়েছে। প্রথম ‘অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য সংস্করণ’ বসন্ত উৎসব উদযাপনের জন্য, চায়না মিডিয়া গ্রুপের ‘বসন্ত উৎসব গালা’ ‘৫জি+৪কে;৮কে+এআই’ প্রযুক্তিগত উদ্ভাবন ব্যবহার করে ৮২টি ভাষায় বিশ্বব্যাপী দর্শকদের একটি সাংস্কৃতিক উৎসব উপহার দেয়।

‘বসন্ত উৎসব গালা ওভারচার’ কেনিয়ার বিশেষ অনুষ্ঠান বিভিন্ন আফ্রিকান দেশের মূলধারার মিডিয়া ও নতুন মিডিয়া প্ল্যাটফর্মে সম্প্রচারিত হয়, যেখানে ৬শ মিলিয়নেরও বেশি দর্শক রয়েছে।

সূত্র:জিনিয়া-তৌহিদ,চায়না মিডিয়া গ্রুপ।

ট্যাগস

রাজশাহীতে ভুয়া মাদ্রাসা চালিয়ে প্রতারণার অভিযোগ

SBN

SBN

বসন্ত উৎসব গালার সাংস্কৃতিক উৎসব ৮২টি ভাষায় দর্শকদের জন্য উপহার

আপডেট সময় ০৯:০১:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

কেনিয়া সময় গত বুধবার চায়না মিডিয়া গ্রুপের ‘বসন্ত উৎসব গালা ওভারচার’ বিশেষ অনুষ্ঠান কেনিয়ার নাইরোবিতে জাতিসংঘ অফিসে অনুষ্ঠিত হয়েছে। সিপিসি কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের ভাইস মিনিস্টার এবং চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেন হাই সিয়োং এতে ভিডিও বক্তৃতা দিয়েছেন। জাতিসংঘের উপ-পরিচালক এবং নাইরোবিতে জাতিসংঘ অফিসের মহাপরিচালক জয়নব হাওয়া বাঙ্গুরা, কেনিয়ায় চীনের রাষ্ট্রদূত গুও হাইয়ান এবং কেনিয়া সরকারের প্রতিনিধি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি ডিরেক্টর-জেনারেল রাষ্ট্রদূত ম্যাকাওলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন। এ ছাড়া, বিভিন্ন দেশের জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত এবং কূটনীতিকদের পাশাপাশি আফ্রিকার অনেক দেশের জাতীয় টেলিভিশন স্টেশনগুলির পরিচালক-সহ সর্বস্তরের তিন শতাধিক লোক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেন হাই সিয়োং ভিডিও বক্তৃতায় বলেন, বিশ্বের জনসংখ্যার প্রায় এক-পঞ্চমাংশ বসন্ত উৎসব উদযাপন করে। বসন্ত উৎসবটি কেবল জাতিসংঘের ছুটিতে পরিণত হয়নি, তবে এটি গত বছর মানবজাতির অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায়ও অন্তর্ভুক্ত হয়েছে। প্রথম ‘অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য সংস্করণ’ বসন্ত উৎসব উদযাপনের জন্য, চায়না মিডিয়া গ্রুপের ‘বসন্ত উৎসব গালা’ ‘৫জি+৪কে;৮কে+এআই’ প্রযুক্তিগত উদ্ভাবন ব্যবহার করে ৮২টি ভাষায় বিশ্বব্যাপী দর্শকদের একটি সাংস্কৃতিক উৎসব উপহার দেয়।

‘বসন্ত উৎসব গালা ওভারচার’ কেনিয়ার বিশেষ অনুষ্ঠান বিভিন্ন আফ্রিকান দেশের মূলধারার মিডিয়া ও নতুন মিডিয়া প্ল্যাটফর্মে সম্প্রচারিত হয়, যেখানে ৬শ মিলিয়নেরও বেশি দর্শক রয়েছে।

সূত্র:জিনিয়া-তৌহিদ,চায়না মিডিয়া গ্রুপ।