রাজধানীর যাত্রাবাড়ি এলাকার ১৫ মার্চ বুধবার নুর কমিউনিটি সেন্টারে বাংলাদেশ মাদক প্রতিরোধ ও কল্যান সোসাইটির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের। সংগঠনের সভাপতি সেলিম নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, ডেইলী প্রেজেন্ট টাইমস পত্রিকার প্রধান সম্পাদক পূর্বাঞ্চল সাংবাদিক ইউনিটির সভাপতি ওমর ফারুক জালাল, এফবিজেও'র চেয়ারম্যান সাপ্তাহিক অপরাধ বিচিত্রা পত্রিকার সম্পাদক এস. এম মোর্শেদ, আর.জে.এফ এর চেয়ারম্যান জহিরুল ইসলাম, পূর্বাঞ্চল সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক সোহরাওয়ার্দী,অর্থ সম্পাদক নাজমুল হাসান,ইতি আক্তার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেন, মাদক ব্যবসায় রাঘব বোয়াল রাজনৈতিক নেতা জড়িত হয়ে পড়েছে এবং উপড় থেকে নিচ পর্যন্ত তারাই নিয়ন্ত্রণ করছে, শুধু মাত্র কিছু গরীব মানুষ যারা অল্প জড়িত তারা ধরা পড়ছে।
মাদক সমাজের উচ্চ মহল থেকে শুরু করে সকল স্তরে পৌঁছে গেছে, শুধুমাত্র ছোট ছোট ব্যাক্তি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে,এসব রাঘব বোয়ালদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.